নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস সংকটে “স্বপ্নের বাংলাদেশ” তরুপল্লব পাঠাগারের মাধ্যমে স্থানীয় ১০৩জন মানুষের মাঝে মানবতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ত্রাণ প্রদান করেন এএসপি ফারুক হোসাইন, বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী, সভাপতি ডাক্তার ইউসুফ আলী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।
বৃস্পতিবার সকাল ১০:৩০ মিনিটে ভূরুঙ্গামারী পাগলাহাট বাজারে “স্বপ্নের বাংলাদেশ” তরুপল্লব পাঠাগারের মাধ্যমে দুস্থ ব্যক্তিদের হাতে (চাউল ৫ কেজি, ডাল ১ কেজি, ছোলা .৫ কেজি, মুড়ি .৫ কেজি, তেল ১ কেজি, সেমাই .৫ কেজি, আলু ৩ কেজি, চিনি ২৫০ গ্রাম) ত্রাণসামগ্রী তুলে দেয়া হয়।
সামজিক দূরত্ব রক্ষা করে এ ত্রাণ সহায়তা বিতরণ করেন “স্বপ্নের বাংলাদেশ” তরুপল্লব পাঠাগার।
Leave a Reply