রফিকুল হাসান রনজু,
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভাসানী পল্লী স্মৃতি সফর ২০২০ ব্যানারে ভাসানী পরিষদের আওতায় টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এসেছে শিক্ষক কর্মচারীদের ৪৫ সদস্যের একটি দল।
বৃহষ্পতিবার মফিজুল ইসলাম মজনুর নেতৃত্বে দুই দিনের সফরে ভূরুঙ্গামারীর কামাতাঙ্গারীয়া গ্রামে পৌছেছে দলটি। মাওলানা ভাসানীর স্মৃতি বিজরিত স্থান সমুহ পরিদর্শনের অংশ হিসেবে দলটি প্রথমে ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাটে অবস্থিত মুক্তিযুদ্ধের মহান সৈনিক শহীদ লেঃ সামাদের কবর জিয়ারত করেন। পরে তারা দুধ কুমার নদী,আসাম সীমান্তের সোনাহাট স্থল বন্দর এবং ভাসানী পত্নী হামিদা খানমের নামে প্রতিষ্ঠিত হামিদা খানম উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। রাতে ভাসানী ভবনে পিঠা উৎসব ,ভাওয়াইয়া ও পল্লিগীতি গানের আসরের আয়োজন করেন।
Leave a Reply