রফিকুল হাসান রনজু, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারী সহ সারাদেশে প্রাথমিকের উপবৃত্তি প্রকল্প ৩য় পর্যায়ের ৩য় কিস্তি প্রদানের তারিখ ঘোষনা করা হয়েছে
প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প ৩য় পর্যায়ের ৩য় কিস্তি (জানুয়ারী- মার্চ/২০২০) এর টাকা মা অথবা অভিভাকদের মোবাইলে শিওর ক্যাশের এ্যকাউন্টে আগামী ১৬ জুলাই প্রদান করা হবে। প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প ৩য় পর্যায়ের প্রকল্প পরিচালক মোঃ ইউসুফ আলী (অতিঃ সচিব) স্বাক্ষরিত ৫ জুলাই এর পত্রে এ তথ্য জানানো হয়।
জানা যায় দেশের প্রকল্পভূক্ত পঁয়ষট্টি হাজার দুইশত ঊনসত্তর টি প্রতিষ্ঠানের এক কোটি পাঁচলক্ষ একানব্বই হাজার নয়শ তিরাশি জন শিক্ষার্থীর মধ্যে মোট চারশত আটত্রিশ কোটি ছিয়ানব্বই লক্ষ ঊনত্রিশ হাজার দুইশ পঁচাত্তর টাকা বিতরণ করা হবে।
Leave a Reply