রফিকুল হাসান রনজু, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)উপজেলা প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারী হাট-বাজার ইজারার অবশিষ্ট টাকা জমাদানের সময়সীমা ৩ মাস বাড়িয়েছে মহামান্য হাইকোর্ট । করোনায় হাট বন্ধের কারনে ক্ষতিগ্রস্থ ইজারাদার টাকা জমার সময় বাড়াতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করলে গত বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালতে এ আদেশ প্রদান করা হয়।
জানা গেছে ১৪২৭ বাংলা সনের জন্য ভূরুঙ্গামারী হাটটির সর্বমোট ইজারা মূল্য ছিলো ৩ কোটি ৮৪ লক্ষ ৭২ হাজার ২শত ২২ টাকা (জামানতসহ) । ইজারাদার সর্বমোট ২ কোটি ৩০ লাখ টাকা জমা প্রদান করেন। ইতোমধ্যে করোনা ভাইরাসের কারনে প্রায় আড়াইমাস হাট(পশুর) বন্ধ থাকে। পরবর্তীতে হাট বাজার খোলা হলেও বিকেল ৪ টা পরে সন্ধ্যা ৭ টার মধ্যে হাট বন্ধ করার সরকারী নির্দেশনার জারি করা হয়।এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার কারনে হাটের ইজারাদার আনোয়ারুল হক মহামান্য হাইকোর্টে (ভার্সুয়াল কোর্টে ) একটি রিট পিটিশন দাখিল করেন। বুধবার সকালে শুনানী শেষে মহামান্য হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক বেঞ্চ ইজারার অবশিষ্ট টাকা তিন মাসের মধ্যে জমা দেয়ার নির্দেশনা দিয়ে আদেশ প্রদান করেন।
ইজারাদার আনোয়ারুল হকের পক্ষে মামলা পরিচালনা করেন সাবেক বিচারপতি ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন। সরকার পক্ষে ছিলেন ডেপুটি এর্টনি জেনারেল এড.তুষার কান্তি ।
ব্যারিষ্টার এবিএম আলতাফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ক্ষতিপূরণের বিষয়ে হাটবাজার ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী কতৃপক্ষ ব্যবস্থা গ্রহণ না করলে প্রয়োজনে পরবর্তীতে মহামান্য আদালতের আশ্রয় নেয়া হবে।
Leave a Reply