মুহাম্মদ আমানুল্লাহ আমান, ক্ষেতলাল(জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা গ্রামের পল্লী চিকিৎসক সুজিত চন্দ্রের স্ত্রী অঞ্জলি রানী মোটরসাইকেল দূর্ঘটনায় আহত হয়ে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিরত অবস্থায় গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, মৃত অঞ্জলি রানী গতকাল দুপুর ১২ টার দিকে তার স্বামী সুজিত চন্দ্রের সাথে বিয়ের দাওয়াত খেতে মোটরসাইকেল যোগে জয়দেবপুর যাওয়ার পথে জয়পুরহাট পুরানাপৈল রেলগেটের গতিরোধকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে মারাত্মক আহত হন।
সেখান থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা খারাপ হতে থাকলে বিকেল ৩ টার দিকে জেলা হাসপাতাল থেকে রোগীকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ দুপুর ১২ টায় মৃতের নিজ গ্রাম বড়তারা শ্বশাণ ঘাটিতে তার শেষকৃত্য সম্পুর্ণ করা হয়।
এবিষয়ে ক্ষেতলাল উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তাকিম মন্ডলের সাথে বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে মৃতের আত্মার শান্তি কামনা করেন এবং পরিবার ও আত্মীয় স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Leave a Reply