চৌধুরী নুপুর নাহার তাজ, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, খানসামা থানা পুলিশ, মাধ্যমিক শিক্ষা, পল্লী সমিতি-১ এর উদ্যোগে খানসামা উপজেলায় বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করা
হয়েছে।
সকাল ৯ঃ৩০ টায় খানসামা উপজেলা পরিষদ চত্বরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে এ পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, খানসামা উপজেলা চেয়ারম্যান আবু হাতেম, খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম,
খানসামা থানার অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেছুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার পল্লী বিদ্যুৎ সমিতি দিনাজপুর-১ এর ডিজিএম মোঃ মিজানুর রহমান। মোনাজাতের মধ্য দিয়ে দিনটির শুরু হয়।
এরপর পাকের হাট আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মাল্যদান, শ্রদ্ধাঞ্জলী অর্পণ, আলোচনা সভা এবং দোয়া মাহফিল করা হয়। আবুল কালাম আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহমেদ শাহ, সহ সভাপতি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন সহ দলীয় নেতৃবৃন্দ।
এরপরে খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে পাকের হাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল ভাবে ছিলেন, অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সদস্য আবুল হাসান মাহমুদ আলী এমপি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম। উপস্থিত ছিলেন, খানসামা থানার অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন, খানসামা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহমেদ শাহ, সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, মোঃ আলী সহ আরো অনেকে।
খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে দিনটির কার্যক্রম শেষ হয়।
Leave a Reply