আমানুল্লাহ আমান, স্টাফ রিপোর্টারঃ
বিজয় দিবস উদযাপনের আহ্বান জানান বঙ্গবন্ধু কল্যাণ পরিষদ’র যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী।
গত (১২ডিসেম্বর) শনিবার সন্ধায় এক আলোচনা সভায় বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভায় করোনা পরিস্থিতিতে দলীয় নেতাকর্মী ও দেশের সকল স্তরের জনগণকে সামাজিক দুরত্ব বজায় রেখে সীমিত আকারে বিজয় দিবস পালনের আহ্বান জানান তিনি।
বিজয় দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশে দিনটি বিশেষভাবে পালিত হয়। ১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারীভাবে এ দিনটিতে ছুটি ঘোষণা করা হয়। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানী বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।
এই দিনটি বাঙালি জাতীর গর্বের দিন। তাই আমরা বাঙালিরা এই দিবসটিকে চির স্মরণীয় করে রাখতে শ্রদ্ধাভরে স্মরণ করি।
মহামারি করোনা পরিস্হিতিতে স্বাস্থ্য বিধি মেনে বিজয় দিবস পালনের আহ্বান জানান সোহেল চৌধুরী।
Leave a Reply