শরিফা বেগম শিউলী, রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুর নগরীতে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ বৃদ্ধির জন্য জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে জনগণকে করোনা সংক্রমণ রোধে মাক্স বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালনা করে।
শনিবার (৩ এপ্রিল) দুপুরের দিকে শহরের প্রাণকেন্দ্র জাহাজ কোম্পানী মোড় শুরু করে জাহাজ কোম্পানির শপিং কমপ্লেক্স থেকে সেন্ট্রাল রোড দিয়ে পায়রা চত্বর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকে।
মোবাইল কোর্ট পরিচালনা সময় স্বাস্থ্যবিধি না মানায় দুই জন দোকানের মালিককে ২,১০০/- দুই হাজার একশত টাকা জরিমানা করে। জনতা ট্রেডিংকে ২০০০/- টাকা আর খালেক বেডিং ষ্টোরকে ১০০/- টাকা জরিমানা করে।মোবাইল কোর্ট পরিচালনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গোলাম রব্বানী, সিটি কর্পোরেশনের সচিব রাশেদুল হক ও জেলা প্রশাসক এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা প্রমুখ।উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করার সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গোলাম রাব্বানী বলেন, করোনা মহামারীর দ্বিতীয় ধাপে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে ভ্রাম্যমান মাক্স বিতরণ ও ব্যবসায়ীদেরকে সতর্ক করার জন্য এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সংগে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।একই অভিযানে সিটি কর্পোরেশনের সচিব রাশেদুল হক বলেন, জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। রংপুর সিটি কর্পোরেশন করোনার প্রথম ধাপ থেকেই জনগণের করোনা নমুনা পরীক্ষা করে আসছে। শুধুমাত্র করোনা রোগীদেরকে সহযোগিতা করার জন্য সিটি কর্পোরেশন অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করেছে। রাস্তাঘাট সব সময় জীবাণুনাশক পানি দিয়ে পরিষ্কার রাখার চেষ্টা করেছে। করোনা কালীন সময় সাধারণ মানুষের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে দাঁড়িয়েছেন। করোনা কালীন সময় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Leave a Reply