শরিফা বেগম শিউলী, রংপুর প্রতিনিধিঃ
রংপুরের প্রধান অর্থকারী ফসল হলো তামাক, এখানে প্রায় ৯০% কৃষক তামাকের উপর নির্ভরশীল। তামাকের বীজ রোপন থেকে শুরু করে বাজার জাত পর্যন্ত সব প্রক্রিয়া করন এখানেই সম্পপর্ণ হয়। তামাক থেকে বিড়ি, সিগারেট, গুল জর্দ্দা তৈরি হয়। রংপুরের অধিকাংশ পুরুষ মহিলা এই পেষার সাথে জড়িত থেকে জিবিকা নির্বাহ করেন। ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তামাক মুক্ত বাংলাদেশ চাই। এই লিফলেট যখন হাসপাতাল, রাস্তাঘাট, স্বাস্থ্যকমপ্লেক্স এ ঝুলতে দেখে তখন রংপুরের মানুষ হতবাক হয়ে যায়। ভাবে কিভাবে চলবে তাদের আগামী দিন গুলো। এবার ফসলে নতুনত্ব এনেছেন তিন কৃষক। রংপুরের পাগলাপীরে কমপক্ষে ১৫ বিঘা জমিতে তামাকের পরিবর্তে আলুর চাষ করেছেন। আলুর ফলন ভাল হওয়ায় অনেক স্বস্থির নিশ্বাস ফেলছেন কৃষকেরা। আলু চাষীরা হলেন, মোঃ লেটন মিঞা, মোঃ জায়নাল আবেদীন, মোঃ মুকুল হোসেন।আলু চাষিদের সাথে কথা বলে জানা যায় এবার আলুর বাম্পার ফলনে অনেক লাভবান হবেন বলে আশা করছেন।বলেন সরকারের সহযোগিতা পেলে প্রতেক বছর আমরা তামাকের বদলে আলু চাষ করবো।কারণ তামাক আমাদের ভবিষ্যত প্রজন্মকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।আমরা চাই তামাক তুলে ফেলে আমাদের অধিকাংশ লোককে ক্যান্সারের হাত থেকে বাঁচাতে তামাক মুক্ত রংপুর গড়ে তোলা আমাদের দায়িত্ব।
Leave a Reply