রংপুর অফিস,
রংপুর নগরীর উত্তর বাবুখা এলাকায় বাসায় ঢুকে এক কলেজ শিক্ষককে ছুরিকাঘাতের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আহত অবস্থায় রংপুর মডেল কলেজের প্রভাষক মোকছেদুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত তৌফিককে আটকের পর রংপুর মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (১৬ আগস্ট) দুপুরে বাসায় ঢুকে রংপুরের শঠিবাড়ির তৌফিক, শিক্ষক মোকছেদুরের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দেয়ায় তৌফিক মোকছেদুরের গালে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।
অভিযুক্ত তৌফিকের দাবি, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে মিঠাপুকুরের গোপালপুর টেকনিক্যাল কলেজে ভর্তি হন তিনি। ওই কলেজের অধ্যক্ষ ফারহানা আক্তার মুক্তি রংপুর মডেল কলেজের প্রভাষক মোকছেদুর রহমানের স্ত্রী। ভর্তির পর পরীক্ষায় ভুল প্রবেশপত্র সরবরাহ করায় পরীক্ষার ফলাফল আসেনি। বিষয়টি সংশোধনের জন্য প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফারহানার স্বামী মোকছেদুর রহমান কয়েক দফায় তার কাছে টাকা নেয়। এরপর টাকা, পরীক্ষার ফলাফল এমনকি এসএসসির কাগজপত্র আর ফেরত দেননি। টাকা ও কাগজপত্র চাইতে আসলে তাকে উল্টো মারার হুমকি দিলে তিনি মোকছেদুরকে আঘাত করেন।
এ ঘটনায় ফারহানা আক্তার রংপুর কোতোয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
Leave a Reply