শরিফা বেগম শিউলী, রংপুর জেলা প্রতিনিধিঃ
কিছু ছোট বালকের সমন্বয়ে গঠিত হয়েছে রংপুরের কেরানী পাড়ায় সবুজ বাংলা উন্নয়ন সংস্থা। সেই বালকদের ভালো মনোভাবের বহিঃপ্রকাশ তাদের সকলের প্রচেষ্টায় অসহায় ও দুস্হদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ। বুধবার (১২ মে) বিকেলে নগরীর কেরানী পাড়ায় অবস্হিত সবুজ বাংলা উন্নয়ন সংস্থার অস্থায়ী কার্যালয়ে এলাকার একশত জন অসহায় ও দুস্হদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো আতব চাল, লাচ্ছা সেমাই, চিনি, গুড়ো দুধ, কিচমিচ, চিড়া ও মাস্ক।
অনুষ্ঠানে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন রংপুর রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, রংপুরে অবস্থিত মোবাইল কর্ণার এর সত্বাধিকারী আফরোজা বেগম।
এ ছাড়াও সবুজ বাংলা উন্নয়ন সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আলী রেজা অপু, সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আল মুজাহিদ কাব্য, সদস্য লিশা, মাহিন, ফাহিমসহ প্রমূখ।
Leave a Reply