শরিফা বেগম শিউলী, রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে বৃহস্পতিবার ১৩ই মে বিকেল ৪ টায় রংপুর রিপোর্টার্স ইউনিটির বিভাগীয় অফিসের সামনে গরিব-দুঃখী, ক্ষুদ্র ব্যবসায়ী, ও পথচারীদের ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন রংপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক- শিমুল ইসলাম, মহিলা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শরিফা বেগম শিউলী , এবং সদস্য রবিন চৌধুরী রাসেল।এসময় সাধারণ সম্পাদক শিমুল ইসলাম বলেন আমরা রংপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সবসময়ই চেষ্টা করি, অসহায় হতদরিদ্র পিছিয়ে পড়া গরীব দুখীর মুখে হাসি ফুটাইতে। আমাদের এই চেষ্টা আমরা চালিয়ে যাবো।
ঈদ উপহার পেয়ে রংপুর রিপোর্টার্স ইউনিটির পাশের চা দোকানদার মুনশি মিয়া বলেন,আমি এর আগেও ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল ইসলামসহ ইউনিটির অন্যান্যদের মাধ্যমে সহযোগিতা পেয়েছি। আজকে ও ঈদ উপহার পেয়ে আমি খুব খুশি। আল্লাহ আপনাদের মঙ্গল করুক।
Leave a Reply