রংপুর অফিসঃ
বিরোধী দলীয় সংসদনেতা রওশন এরশাদকে চেয়ারম্যান আর বিদিশা সিদ্দিককে কো-চেয়ারম্যান করে জাতীয় পার্টির (জাপা) নতুন কমিটি ঘোষণার প্রতিক্রিয়ায় রংপুর জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
তবে এ বিষয়ে রংপুর জেলা জাতীয় পার্টি কোন প্রেস বিজ্ঞপ্তি বা কর্মসূচি ঘোষণা করেনি।
পৃথক পৃথকভাবে দলিয় নেতাদের সাথে যোগাযোগ করলে কেউ কেউ চরম বিব্রতবোধ করেছেন।
শীর্ষ পর্যায়ের নেতারা এরকম ঘোষণাকে অগণতান্ত্রিক ও অযৌক্তিক উল্লেখ করে বলেন, রংপুর সদর আসনের এমপি সাদ, রওশন ও বিদিশাকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেন।
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার সাথে একাধিকবার যোগাযোগ করলে তিনি চরম বিব্রতবোধ করেন।
জাতীয় পার্টির একাধিক নেতা বলেন জাতীয় পার্টি জি এম কাদেরের নেতৃত্ব আছে এবং থাকবে,
পরিত্যাক্ত কিছু ব্যক্তি যাদেরকে মানুষ চিনেনা তারা জাতীয় পার্টির নেতৃত্ব নিয়ে সর্বদাই ষড়যন্ত্র করে আসছে এখনো করছে, প্রয়োজনে এর দাঁতভাঙ্গা জবাব দিবে জাতীয় পার্টি।
এরশাদ এর নিদের্শনা অনুযায়ী জাতীয় পার্টি চলেছে। তার নিদের্শনা অনুযায়ী জাতীয় পার্টি চলবে।
রংপুর ছাড়া জাতীয় পার্টির রাজনীতি হবে না। রংপুরকে সাথে নিয়েই কেন্দ্রিয় নেতাদের রাজনীতি করতে হবে।
এরশাদকে জেল থেকে মুক্ত করেছে এই রংপুরবাসী, রংপুর বিভাগের মানুষ । এরশাদের বিরুদ্ধে যতবার ষড়যন্ত্র এসেছে, ততবারই রংপুর বিভাগের মানুষ প্রতিহত করেছে। একইভাবে জিএম কাদের এর বিরুদ্ধে যদি কোনো যড়যন্ত্র হয়, তার দাঁতভাঙ্গা জবাব দিবে এই রংপুরবাসি।
গতকাল বিকেলে জাতীয় ছাত্রসমাজ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক আলালুদ্দিন কাদেরি শান্তি, সভাপতি জাকির হোসেন, সদস্য আকাশ ও জাতীয় পার্টির সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা এই ষড়যন্ত্রের তিব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে রংপুর সদর আসনের এমপি সাদ, রওশন ও বিদিশাকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেন।
প্রয়োজনে ষড়যন্ত্রকারী নেতাকর্মীদেরকে অবাঞ্ছিত ঘোষণাসহ তিব্র আন্দোলন গড়ে তোলা হবে রংপুরে।
একইভাবে জি এম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্র হলেও এর দাঁতভাঙ্গা জবাব দিবে জাতীয় ছাত্রসমাজ।
অন্যদিকে প্রেসিডেন্ট পার্কে অংশগ্রহণ করা রংপুর জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও ট্রাস্টের সদস্য এস এম ফখর উজ্জামান (জাহাঙ্গীর) বলেন, প্রেসিডেন্ট পার্কের আজকের কর্মসূচি তার জানা ছিলনা।
তিনি আরও বলেন, বর্তমানে জি এম কাদেরের নেত্রীত্বেই আছে জাতীয় পার্টি।
Leave a Reply