মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম,রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সা¤প্রদায়িক ইস্যুতে বিতর্কিত বৌদ্ধ ভিক্ষু শরণাংকর থের’কে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে ফের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার পদুয়া ইউনিয়নের ফলাহারিয়া গ্রামে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। মুসলিম উম্মাহ ঐক্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে এই বৌদ্ধ ভিক্ষুর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত, সা¤প্রদায়িক উষ্কানি, ধর্মের নামে সরকারি বনভূমি উজাড়, জোরপূর্বক নিরহ মানুষের জায়গা-জমি দখল, ঘরবাড়ি উচ্ছেদ, ফলজচারা কর্তন, হিন্দু স¤প্রদায়ের শশ্মান দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।
মানববন্ধন শেষে সমাবেশে সভাপতিত্ব করেন মুসিলম উম্মাহ ঐক্য পরিষদের সভাপতি মাওলানা হাকিম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য দেন পদুয়া ইউনিয়ন মানবাধিকার কমিশন সভাপতি মুহাম্মদ বদিউজ্জামান বদি। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজারহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্কাস মিয়া, পাঠান আউলিয়া (রহ:) সুন্নিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম, পদুয়া ইউনিয়ন গাউছিয়া কমিটির সভাপতি মাওলানা আবদুল হালিম কাদেরী, মুসলিম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, সহ সভাপতি মাওলানা নাছির উদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা জিয়াউর রহমান, সদস্য মো. রফিক, সহ সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইদ্রিছ, হযরত আরবান আলী শাহ নূরীয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা নুরুর আজিম কাদেরী, হিন্দু স¤প্রদায়ের পক্ষে প্রিয়তোষ কান্তি দে, হযরত পাঠান আউলিয়া (রহ:) ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম, মহির উদ্দিন রানা প্রমুখ। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু নাছের কাদেরী। সমাবেশ থেকে বৌদ্ধ ভিক্ষু শরণাংকর থেরকে রাঙ্গুনিয়ায় অবাঞ্চিত ঘোষণা করা হয় এবং তাকে দ্রুত গ্রেপ্তার করা না হলে দেশব্যাপী লাগাতার আন্দোলনের হুশিয়ারি প্রদান করা হয়।
উল্লেখ্য, পদুয়া জ্ঞানশরণ মহা অরণ্য বৌদ্ধ বিহারের ভিক্ষু শরণাংকর থেরকে গ্রেপ্তার দাবীতে কয়েক মাস ধরে রাঙ্গুনিয়াসহ সারাদেশে নানা আন্দোলন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই বৌদ্ধ ভিক্ষুর বিরুদ্ধে থানায় ১৫ টি মামলা রয়েছে।
Leave a Reply