মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া উপজেলা প্রতিনিধিঃ
রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের সাদেকনগর গাউছিয়া কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সঃ)ও ফাতেহা-এ ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে সুন্নী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৭ডিসেম্বর)সন্ধ্যায় হযরত মাওলানা সাদেক শাহ(রহঃ)দাখিল মাদ্রাসা মাঠে মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে সুন্নী সম্মেলনে প্রধান মেহমানের বক্তব্য রাখেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয় মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা ড.আ.ত.ম.লিয়াকত আলী আল-কাদেরী, উদ্বোধক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার আরবী প্রভাষক আল্লামা গোলাম মোস্তফা নুরুন্নবী আলকাদেরী, প্রধান ওয়ায়েজিন ছিলেন আল্লামা আবুল কালাম বয়ানী, প্রধান বক্তা ছিলেন মুফতি আব্দুল আজিজ রজভী, মাওলানা আব্দুল জব্বার, উপজেলা গাউছিয়া কমিটির যুগ্ম সম্পাদক ছালেহ আহমদ সওদাগর, হাফেজ সিদ্দিক আকবর-সহ গাউছিয়া কমিটির নেতৃবৃন্দ। বিকেলে খতমে কোরআন, খতমে গাউছিয়া এবং হযরত মাওলানা সাদেক শাহ(রহঃ) মাজারে পুষ্প অর্পণ এবং জিয়াারতের মাধ্যমে ১ম অধিবেশন শুরু হয়।
Leave a Reply