লিয়াকত, রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ড দাশপুকুর এলাকায় সাবেক ছাত্র লীগ নেতা সেলিম মোরশেদ এর কার্যালয় ভাঙ্গচুর করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। এসময়ে
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বাঁধাই করা ছবি ভেঙ্গে মেঝেতে ফেলে দেয় সন্ত্রাসীরা। সেইসাথে তারা ছিঁড়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বাঁধাই করা ছবিও ছিঁড়ে ফেলেছে। রাসিক মেয়র লিটনের ছবি ভেঙ্গে ফেলতে পারেনি তারা। সেইসাথে দলীয় কার্যালয়ের আসবাবপত্রও ভেঙ্গে ফেলেছে বলে জানান আওয়ামী লীগ নেতা সেলিম মুরশেদ।
জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হামলা চালিয়ে ভাংচুর করেছে স্থানীয় বিএনপি-জামাতের নেতা সাজদার আলির ছেলে সালাম ও শফিকুলের ছত্রছায়ায় শিশির, শাওন, শুভ, নাজির, নাইম, মানিক ও মনির বলে জানিয়েছেন সেলিম মুরশেদ। তিনি আরো বলেন, বিএনপি জামায়াতের এজেন্টরা অতর্কিত হামলা চালিয়েছে। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর ছবি ভাঙ্গচুর করা হয়েছে। এ বিষয়ে তারা থানায় মামলা দায়ের করবেন বলে জানান তিনি।
তবে এই হামলার কথা অস্বীকার করেছেন শফিকুল ইসলাম। তিনি বলেন, এই জমি তাঁর বড় ভাই হাজী আব্দুস সালাম, ডন এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী হারুন-অর রশিদ ও তিনি এবং মোহাম্মদ আলী নামে আরেকজন ক্রয় করেছেন। এই জমি পূর্ব থেকেই সেলিমরা দখলের চেষ্টা করে আসছে। এই নিয়ে অনেক দিন থেকে একটি ঝামেলা থাকায় রাসিক ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাহতাব হোসেন ও রাজপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খিচ্চু ভবিষ্যতে অপ্রীতিকর ঘটনা এড়াতে এই জমির উপর থেকে প্রধানমন্ত্রী ও রাসিক মেয়েরের ছবি হটানোর নির্দেম দেন এবং নিজে দাঁড়িয়ে থেকে অপসনারণ করেন বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর ছবি ভাঙ্গচুরের কোন প্রশ্নই আসেন বলে জানান তিনি। এছাড়াও কোন নেতাকর্মী এর সঙ্গে জড়িত নয়। এই জিমিটি জোর করে দখলের জন্যই সেলিমরা এই ঘটনা সাজিয়েছে বলে জানান শফিকুল।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজারুল ইসলাম জানান, বিষয়টি শুনেছেন। তবে এটা জমি সংক্রান্ত ঘটনা। এখনো থানায় এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
Leave a Reply