মোঃফেরদৌস আহম্মেদ মিরাজ, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কোল ঘেষে মাটির বুক চিরে ঘাপটি মেরে আছে তিস্তা নদী।উপজেলার বুড়িরহাট নামক তিস্তা নদীর উপরে বেড়িবাঁধটি হুমকির মুখে। শনিবার (২৯/৫/২১) রাতে হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এতে হুমকির মুখে প্রায় ১৫টি গ্রাম।
উল্লেখ্য, এই তিস্তা বুড়িরহাট বেড়িবাঁধটি ভেঙ্গে যাওয়ায়, নতুন করে কয়েক মাস আগে করা হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঁধের দুই সাইড দিয়ে জিও ব্যাগ দেয়া ছিল। কিন্তু কোন প্রকার বোল্ক দেয়া হয়নি,তারা বলেন, বেড়িবাঁধের সাইট দিয়ে পাথরের বোল্ডার দেয়া থাকলে এভাবে ভেঙ্গে যেত না।আমরা টেকশই বেড়িবাধ চাই,আমরা শন্তিতে ঘুমাতে চাই,আমরা ঘরবাড়ি জমিজমা আর হারাতে চাইনা,অনেক হারিয়েছি,এখন আছে শুধু বেচেঁ থাকার শেষ সম্বল।
অবহেলিত জনপদের সংগ্রামী মানুষগগুলোকে শুধু ব্যালট এর কাজে না লাগিয়ে তাদের জীবন জীবিকা সম্পর্কে ভাবুন। জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করছি। ত্রাণ নয় টেকসই বেড়িবাঁধ চাই,বাচাঁর মতো বাচঁতে চাই।
Leave a Reply