কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের চতুর্ভূজ এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি শুকনা গাঁজাসহ একজনকে আটক করেছে র্যাব।
জানা যায় র্যাব-১৩, রংপুর এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল ৫জুলাই গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার রাজারহাট থানাধীন ছিনাই ইউনিয়নের চতুর্ভূজ এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি শুকনা গাঁজা, একটি মোবাইল ফোন, একটি সিমকার্ডসহ মাদক ব্যবসায়ী মোঃ মিলন মিয়া (৩২) পিতা- মোঃ মোবারক আলী, সাং- পূর্ব ধনিরাম, থানা- ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রাম’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী ঐএলাকার পেশাদার মাদক ব্যবসায়ী । গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে সংশিষ্ট থানায় সোপর্দ করা হলে তার বিরূদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।
Leave a Reply