নিজস্ব প্রতিবেদকঃ
কুড়িগ্রামের রৌমারিতে ব্রহ্মপুত্র নদের পানি বাড়া অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। বন্যার পানির প্রবল চাপে রৌমারী উপজেলা শহর রক্ষা বাঁধের ২০ মিটার অংশ ভেঙে গেছে। এতে অন্তত ১০টি গ্রামসহ উপজেলা পরিষদ চত্বর ও হাট-বাজার প্লাবিত হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রৌমারীর শহর রক্ষা বাঁধ ভেঙে যায়। এতে অন্তত লক্ষাধিক মানুষ নতুন করে পানিবন্দি হয়ে পড়েছে। বন্যায় উপজেলা সদরে সঙ্গে ছয়টি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান গণমাধ্যমকে জানান, উপজেলা শহর রক্ষায় বন্যা নিয়ন্ত্রণ ফৌজদারী বেড়িবাঁধটি রক্ষায় জিও ব্যাগে মাটি ভরাট করে ফেলাসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছিল। বন্যার পানি অব্যাহত গতিতে বাড়তে থাকায় ইঁদুরের গর্ত দিয়ে পানি প্রবেশ করে বাঁধটি বন্দবেড় জলিলের পুকুরপাড় নামক স্থানে ভেঙে দ্রুত গতিতে উপজেলা শহরে পানি প্রবেশ করছে। তারপরও ব্যবস্থ অব্যাহত আছে।
Leave a Reply