লালমনিরহাট সদর উপজেলার সাপটানা মোড়ে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় দয়াল চন্দ্র রায় (৩২) নামে এক পথচারী নিহত হয়েছেন।
রোববার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দয়াল চন্দ্র লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালে সাপটানা থেকে হেঁটে মেডিকেল মোড়ের দিকে যাচ্ছিলেন দয়াল। এ সময় বালু বোঝাই একটি ট্রাক্টর পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা দয়ালকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।
Leave a Reply