1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. 123@kurigrampratidin.com : itsme :
শাহজাদপুরে পোরজনা ও হাবিবুল্লাহ নগর ইউনিয়নে দ্রুত গতিতে এগিয়ে চলছে কর্মসৃজনের কাজ - কুড়িগ্রাম প্রতিদিন
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন

শাহজাদপুরে পোরজনা ও হাবিবুল্লাহ নগর ইউনিয়নে দ্রুত গতিতে এগিয়ে চলছে কর্মসৃজনের কাজ

  • Update Time : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৪৫ Time View

নিহাল, সংবাদদাতাঃ

শাহজাদপুরে পোরজনা ও হাবিবুল্লাহ নগর ইউনিয়নে দ্রুত গতিতে এগিয়ে চলছে অতিদরিদ্রদের কর্মসৃজনের কাজ।
উপজেলার অন্যান্য ইউনিয়নের সাথে পাল্লা দিয়ে পোরজনা ও হাবিবুল্লাহ নগর ইউনিয়নে চলতি বছর প্রথম ধাপের অতি দরিদ্রদের কর্মসৃজনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

পোরজনা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু ও হাবিবুল্লাহ নগর ইউপি চেয়ারম্যান বাচ্চুর তত্বাবধানেই চলছে এ কর্মসৃজন প্রকল্পের কাজ।

প্রথম ধাপের কর্মসৃজনে পোরজনা ইউনিয়নে ৬ টি প্রকল্পে কাজ চলছে।বাচরা গোপালের বাড়ি হতে মান্নান ব্যাপারির বাড়ি পর্যন্ত একটি প্রকল্প, বাচরা মোয়াজ্জেমের বাড়ি হতে নুরু হাজীর বাড়ি পর্যন্ত একটি, জিগারবাড়িয়া শহীদের বাড়ি হতে মোজাহারের বাড়ি পর্যন্ত একটি, জামিরতা জয়নালের বাড়ি হতে ঝাউতলা পর্যন্ত একটি, পুঠিয়া কবরস্থান হতে লবু মৃধার বাড়ি পর্যন্ত একটি ও পোরজনা গ্রী চৌধুরীর বাড়ি হতে আমজাদ মোল্লার বারি পর্যন্ত একটি।

অপরদিকে হাবিবুল্লাহ নগর ইউনিয়নে ৩ টি প্রকল্পের কাজ চলছে।

এই কর্মসৃজনের কারনে ইউনিয়নগুলিতে নিম্নাঞ্চলের মানুষের চলাচলের রাস্তা তৈরি হচ্ছে। এর ফলে ঐ সব অজপাড়াগার এলাকাবাসীর চলাচলের এক নতুন দিগন্তের সূচনা হচ্ছে।

এলাকাবাসী জানায়, আমাদের দীর্ঘদিনের দাবি ছিলো এই রাস্তাগুলি তৈরি করে দেয়া হোক। সেই দাবি অনুযায়ি কর্মসৃজনের আওতায় এই রাস্তাগুলি করা হচ্ছে। এর ফলে আমরা অনায়াশে যাতায়াত করতে পারবো এবং আমাদের ছেলে মেয়েরা স্কুল কলেজে যাতায়াতে আর ভোগান্তি পোহাতে হবে না।
এ ব্যাপারে , পোরজনা চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু ও মিজানুর রহমান বাচ্চু বলেন, এলাকাবাসীর যাতায়াতের কথা চিন্তা করেই আমরা কর্মসৃজন প্রকল্পের আওতায় গুরুত্বসহকারে এই রাস্তাগুলি তৈরি করে দিচ্ছি। এ প্রকল্পের আওতায় যেমন গ্রামের মানুষের চলাচলের রাস্তা তৈরী হচ্ছে অপর দিকে কিছু বেকার দরিদ্র মানুষের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বলেন, উপজেলার ১৩ টি ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পের কাজ চলছে। এ কাজ সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বরদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা বলেন,১৩ টি ইউনিয়নে কর্মসৃজনের কাজ চলছে। ইউনিয়ন চেয়ারম্যানদেরকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে সুষ্ঠ ও সুন্দরভাবে কাজ সম্পন্ন করার জন্য। এ কাজে কোন অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews