শফিকুল ইসলাম পলাশ, শাহজাদপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ শাহজাদপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রশাসনের আয়োজনে সোমবার (৭ডিসেম্বর) এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহার সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতিমূলক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদ মাহমুদ খান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, শাহজাদপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি উপাধ্যক্ষ রফিকুল ইসলাম বাবলা, পোতাজিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী বেপারী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, পৗর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম শাহুসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগণ। সভায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালনের জন্য আহবান জানানো হয়।
Leave a Reply