শফিকুল ইসলাম পলাশ,
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মোল্লা-ফতোয়াবাজদের বিরুদ্ধে শাহজাদপুরে জাসদ ও জাতীয় যুবজোট যৌথভাবে আজ মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় যুবজোট শাহজাদপুর উপজেলা শাখা এ কর্মসূচীর আয়োজন করে। এদিন বিকেল ৪ টায় জাসদ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শাহজাদপুর প্রেস ক্লাব সংলগ্ন সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আধা ঘণ্টা ব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক ও উপজেলা শাখার সভাপতি শফিকুজ্জামান শফি, জাতীয় যুবজোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান তুহিন, যুবজোট উপজেলা শাখার সভাপতি সায়মুল ইসলাম শোভন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিটন, ছাত্রলীগ নেতা আদিত্য জামান প্রমুখ। বক্তারা বাংলাদেশ বিরোধী রাজনৈতিক মোল্লা-ফতোয়াবাজদের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানান এবং বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাঙ্গার সাথে জড়িত রাষ্ট্রদ্রোহিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানান।
Leave a Reply