আজহারুল ইসলাম সাদী,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরায় হেড সংস্থার ইউথ কনফারেন্স-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
সংগঠন হেড এর আয়োজনে এবং একশন এইড বাংলাদেশের সহযোগিতায়,
সোমবার (২১ ডিসেম্বর) সকালে মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট সেস্টার এর কনফারেন্স রুমে হেড সংস্থার সভাপতি জিএম মনিরুজ্জামানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশিষ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি) এর অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, দৈনিক কালের চিত্র পত্রিকার নির্বাহী সম্পাদক রবিউল ইসলাম, একশন এইড বাংলাদেশ এর সাতক্ষীরা প্রতিনিধি আসমা খাতুন, জাতীয় দলের খেলোয়ার ফাতেমাতুজ্জহরা, খাদিজা খানম, হেড সংস্থার সহ-সভাপতি আজিজুর রহমান (বাদশা), হেড সংস্থার কর্মকর্তা শামিমুল ইসলাম, মনিরুল ইসলাম, জয় সরকার, শরিফা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, একটি সুন্দর, সুখী বাংলাদেশ গড়তে তরুণদের অবশ্যই এগিয়ে আসতে হবে, সব বাধা-বিপত্তি পেছনে ফেলে তরুণরা যদি দেশের উন্নয়নে অবদান রাখতে, কাজকে জীবনের ব্র্রত হিসেবে গ্রহণ করে, তাহলে আমাদের দেশের জন্য তা হবে ইতিবাচক।
দেশকে উন্নতির, সমৃদ্ধি ও প্রগতির দিকে এগিয়ে নেয়ার জন্য, আজকের যুব বা তরুণ সমাজকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। তরুণ্য শক্তি দুর্বার, তাদের গতি সব সময় সামনের দিকে।
নতুন জীবন দর্শনের মূল কথা হচ্ছে আগামীর জন্য একটি সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণ করা, মানুষ তার উদ্যম ও প্রচেষ্টায় ব্যর্থতাকে জয় করেছে।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আলোর মিছিল গ্রুপের শেখ শরিফ হাসান ও হেড সংস্থার ফিল্ড অফিসার আরিজা আখি ও সঞ্চালনায় ছিলেন, হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন।
অনুষ্ঠান শেষে ১৪টি যুব সংগঠনের ভলেন্টিয়ারদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
Leave a Reply