মোঃ নাসিম, সংবাদদাতাঃ
চাঁপানবাবগঞ্জে ইফতারের মধ্যদিয়ে ‘সোনামসজিদ স্থলবন্দর প্রেসক্লাব’র আত্মপ্রকাশ ও কমিটি অনুমোদন হয়েছে । শনিবার (১ মে) সন্ধ্যায় বিশ্বরোডস্থ সন্ধায় বিশ্বরোড মোড়স্থ চাঁপাইনবাবগঞ্জ এশিয়ান টিভির জেলা কার্যালয়ে বন্দর প্রেসক্লাবের সভাপতি এশিয়ান টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আজম অপুকে সভাপতি ও বাংলা ভিশন টিভির জেলা প্রতিনিধি শাখাওয়াত জামিল দোলনকে সাধারন সম্পাদক করে ১৩ সদস্যের কমিটি ঘোষণার মধ্যদিয়ে প্রেসক্লাবটির আত্মপ্রকাশ ঘটে।
সোনামসজিদ স্থলবন্দর প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সেতাউর রহমান, সহ- সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক ডি.এম কপোত নবী, বন্দর বিষয়ক সম্পাদক রাজিবুল ইসলাম জীবন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাসান আলী ডলার, ক্রীড়া বিষয়ক সম্পাদক ফেরদৌস সিহানুক শান্ত, তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাদিম হোসেন, নির্বাহী সদস্য শাহাদাৎ শাহরিয়া, নাসিম আলী, জামিল হোসেন।
ইফতারের মধ্যদিয়ে এ প্রেসক্লাবের যাত্রা শুরু হলো বলে জানিয়েছেন সভাপতি ফয়সাল আজম অপু। তিনি বলেন, ভেদাভেদ ভুলে সাংবাদিকদের স্বার্থ রক্ষায় এ প্রেসক্লাব সামনে থেকে কাজ করবে।
Leave a Reply