নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ জেলার সাপাহার উপজেলায় বেকারত্ব ঘোচাতে গল্পে গল্পে উদ্যোক্তা তৈরির মিটআপ অনুষ্ঠিত হয়।
শুক্রবার বেলা ১১টায় সাপাহার সরকারি কলেজ চত্বরে “নিজের বলার মতো একটা গল্প” নামের একটি ফেসবুক উদ্যোক্তা গ্রুপের মাধ্যমে উপজেলার বেকার কিছু তরুণ তরুণীদের উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এই মিটআপ অনুষ্ঠিত হয়৷
এখানে কিভাবে অল্প পুঁজিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশাল নেটওয়ার্ক তৈরির মাধ্যমে নিজের তৈরি বা এলাকার ঐতিহ্য কোন খাবার বা পণ্য নিয়ে ব্যবসা করা যায় সেসব বিষয় নিয়ে এই মিটআপ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক, প্রভাষক শামসুজ্জামান(জামান), যুব-মহিলালীগের সভাপতি ও নারী উদ্যোক্তা নুরে জান্নাত ময়না, আমার বলার মতো গল্প ফেসবুক গ্রুপের এম্বাসেডর সাপাহার উপজেলার শিবলী শিলা, পত্নীতলা এম্বাসেডর আহসান হাবির, মহাদেবপুর এম্বাসেডর আল আমিন, মান্দা এম্বাসেডর মিজানুর রহমান, ক্যাম্পাস এম্বাসেডর আশফাকুর রহমান প্রমুখ।
উপস্থিত এম্বাসেডররা জানান, আমরা বিনামূল্যে নিজেদের বলার মতো গল্প নামের একটি ফেসবুক গ্রুপে ৯০ দিনের একটি কোর্স সম্পূর্ণ করে আমার নিজের বলার মতো ফেসবুক গ্রুপে আমাদের নিজেদের তৈরি পণ্য ও এলাকার ঐতিহ্য সম্পূর্ণ পণ্য নিয়ে গ্রুপে শেয়ারের মাধ্যমে এই ব্যবসা অল্প পুঁজিতে আমরা করতে পারতেছি এবং বেকারত্বের খাতা থেকে নিজেদের নামটি সরাতে সক্ষম হচ্ছি তাই আমাদের লক্ষ্য আমরা নিজেদের গল্প গুলো ফেসবুক গ্রুপে বলে অন্যদের উৎসাহ প্রদান করে অন্যকে উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা করি।
Leave a Reply