বগুড়া জেলা প্রতিনিধিঃ
২৮ নভেম্বর ২০ তারিখে সকাল ১১ টায় কনফারেন্স রুম, আব্দুল মান্নান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, মহেশপাড়া, তেকানি চুকাইনগর, সোনাতলা- বগুড়ায় ছাত্রীদের নিয়ে এক বির্তক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
উপস্থিত ছিলেন চেয়ারম্যান, তেকানি চুকাইনগর ইউনিয়ন, সোনাতলা জনাব মো: অধ্যক্ষ শামছুল হক মন্ডল। স্কুল ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকাসহ ১২০জন ছাত্রী এবং প্যালেন আইনজীবি, জজ আদালত, জনাব মো: ইমদাদুল হক খন্দকার উপস্থিত ছিলেন। বির্তক প্রতিযোগিতার বিষয় ছিল “সরকারি আইনগত সহায়তাই পারে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ করতে”। পক্ষে এবং বিপক্ষে দলে মধ্যে বির্তকের মাধ্যমে বিপক্ষে দল চ্যাম্পিয়ান হিসেবে নির্বাচন হয়। উক্ত অনুষ্টানে তিন জন বিচারকের ভুমিকায় ছিলেন। যৌথ আয়োজনে জেলা লিগ্যাল এইড কমিটি, বগুড়া ও লাইট হাউস। বাস্তবায়নের ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। আর্থিক সহায়তা ইউএসএআইডি।
সভাপতি ছিলেন চেয়ারম্যান, তেকানি চুকাইনগর ইউনিয়ন, সোনাতলা জনাব মো: অধ্যক্ষ শামছুল হক মন্ডল। পরিচালনায় ছিলেন প্রভাষক, আব্দুল মান্নান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, মহেশপাড়া, তেকানি চুকাইনগর, সোনাতলা- বগুড়ায় জনাব মো: মহাতাব উদ্দিন। লাইট হাউসের পিপিজে বগুড়ার প্রকল্প সমন্বয়কারী রশিদা খাতুন, আব্দুর রউফ। অনুষ্ঠানের শুরুতে প্রকল্প সমন্বয়কারি, লাইট হাউস জনাব রশিদা খাতুন বির্তক প্রতিযোগিতার লক্ষ্য, উদেশ্য ও নিয়ম কানুন নিয়ে স্বাগত বক্তব্য রাখেন।
সভাপতি বলেন “আজকের বির্তক প্রতিযোগিতার মাধ্যমে অত্র স্কুলের ছাত্রীদের দক্ষতা বৃদ্ধি পেলো, অনেক দিন স্কুল বন্ধ থাকার কারনে এলাকায় বাল্য বিবাহসহ বিভিন্ন সহিংসতা বৃদ্ধি পেয়েছে। এই অনুষ্ঠানের ফলে সরকারি খরচে আইনগত সহায়কা পাওয়া যায় তা জানতে পারলো। এতো গরিব অসহায় মানুষ ন্যায় বিচার পাবে বিনা খরচে”। আগামীতে আরোকটি বির্তক প্রতিযোগিতার আয়োচন করার নির্দেশ দেন তার যাবতীয় খরচ চেয়ারম্যান বহন করবেন। ছাত্রীদের করোনা মোকাবেলা, সচেতনতা, স্বাস্থ্যবিধি মানার জন্য যত মাস্ক লাগবে তা সরবারহ করা হবে।
Leave a Reply