মুহাম্মদ আমানুল্লাহ আমান, ক্ষেতলাল(জয়পুরহাট) প্রতিনিধিঃ
কৃষিনির্ভর উত্তরের জেলা জয়পুরহাট। এখানে মোট জমির ৮০ শতাংশেই আলু চাষ করেন কৃষকরা। আলু উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা জয়পুরহাটে এবারও আলুর বাম্পার ফলনের প্রত্যাশা।
৫ টি উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট জেলা। এর মধ্যে ক্ষেতলাল উপজেলা আলু চাষে জেলার ২য় স্থানে রয়েছে। আর এই উপজেলার অধিকাংশ মানুষ কৃষিনির্ভর।
প্রতিবারের ন্যায় এবারও ২০২০-২০২১ মৌসুমে কৃষকরা বিভিন্ন জাতের আলুর চাষ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কার্ডিনাল, ডায়মন্ড, হাইব্রিড গ্যানোলা, রুমানা, বট পাকরি, ফাটা পাকরি, তেল পাকরি, লরা, ক্যারেজ,মিউজিক, ক্যারেট, স্থানীয় তিলকপুরী ও ভান্ডারপুর জাতের আলু উৎপাদন হয়।
ক্ষেতলাল উপজেলার বিভিন্ন মাঠ সরেজমিনে গিয়ে দেখা যায় বিভিন্ন জাতের আলুর মধ্যে ক্যারেজ আলুর গাছ অন্যান্য জাতের চেয়ে সতেজ ও তরতাজা হয়েছে। যা অধিক ফলনের জন্য নির্ভরযোগ্য। এর পাশাপাশি ডায়মন্ড ও হাইব্রিড গ্যানোলা ভালো ফলনের প্রত্যাশা। কিন্তু অন্যদিকে লক্ষ করা যায় মিউজিক আলু চাষে কৃষকের মাথায় হাত। অন্যান্য বছর এই (ক্যারেজ) জাতের আলুর গাছ ভালো হলেও এইবার জমিতে আলুর বীজ বপনের পর তা নষ্ট গিয়েছে। এছাড়াও গাছ উঠলেও তা মরে যাচ্ছে বলে শোনা যাচ্ছে। কেউ বা (ক্যারেজ) ফসলি পুরো জমি নষ্ট করে নতুন করে অন্য জাতের আলু লাগানোর চিন্তা ভাবনা করছে।
Leave a Reply