বাগেরহাট জেলার, রামপালে রোগযন্ত্রণা সইতে না পেরে শৈলেন্দ্রনাথ মন্ডল (৭৮) নামের এক বৃদ্ধের আত্মহত্যার খবর পাওয়া গেছে। খবর পেয়ে রামপাল থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে। এ ঘটনায় রামপাল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। মৃত শৈলেন্দ্রনাথ উপজেলার কাঁকড়াবুনিয়া গ্রামের মৃত হীরালাল মন্ডলের পুত্র।
রামপাল থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম আত্মহত্যার ঘটনাটি নিশ্চিত করে জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় ওই বৃদ্ধ বসত ঘরের আড়ার সাথে গলায় রশি বেঁধে আত্মহত্যা করেন। তার পুত্র দীপংকর মন্ডল এ ঘটনায় রামপাল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় জেলা পুলিশ সুপার মহোদয়ের অনুমতিক্রমে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
Leave a Reply