নিজস্ব প্রতিবেদকঃ
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সদ্য কারাবন্দি ভূরুঙ্গামারী ৫নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মাহমুদুর রহমান রোজেনের কারা মুক্তির দাবীতে বৃহস্পতিবার ইউএনও অফিস ঘেরাও করেছিল কয়েকশ নারী ও পুরুষ শ্রমিক।
পরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের আশ্বসের প্রেক্ষিতে তারা উপজেলা চত্বর ত্যাগ করে।
পরবর্তীতে শুক্রবার সকাল থেকে তারা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন এবং অবস্থান কর্মসুচী করেন।
তারই ধারাবাহিকতায় আজ শনিবার ভুরুঙ্গামারী বাজারের ব্যবসায়ীগন ধর্মঘট পালন করছেন। শনিবার উপজেলার একটি হাটের দিন, ভুরুঙ্গামারী বাজারের কাচামাল, গালামাল, কাপড়, চাউল, মনোহরী, মাছ ও মাংস ব্যবসায়ীগন তাদের দোকান পাট বন্ধ রেখেছেন। সেই সাথে এএলাকাবাসী ও বাজারের ব্যবসায়ী গন সহ বিক্ষোভ মিছিল বের করেন। তারা ভুরুঙ্গামারী বাজার মোর হইতে মিছিল বের করে বাস স্ট্যন্ড হয়ে উপজেলার মেইন রোড প্রদিক্ষন করে জামতলা মোড় হয়ে উপজেলা পরিষদে আবারো অবস্থান নেয়। বিক্ষোভ মিছিলে প্রায় ২০০০ লোকের অংশগ্রহণ করেন। কাঁচামাল ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন, গালামাল ব্যবসায়ী জয়নাল আবেদীন, মঞ্জু, চাউল ব্যবসায়ী আতারুল ইসলাম সহ আরো কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায় তারা ৩ বারের সফল চেয়ারম্যানকে অনেক ভালোবাসেন, তাদের চোখে চেয়ারম্যান খুব সৎ ও ভালো মানুষ। তাকে নিঃশর্ত মুক্তির জন্য তাদের এ কর্মসূচী। উল্লেখ যে শেষ খবর পাওয়া পর্যন্ত তারা উপজেলা পরিষদের সামনে অবস্থান করেন। উল্লেখ্য, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টুর ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ ভূরুঙ্গামারী সদর ইউপি চেয়ারম্যান একেএম মাহমুদুর রহমান রোজেনকে গত সোমবার আটক করে কারাগারে প্রেরণ করে।
Leave a Reply