মোঃ বেল্লাল হোসেন বাবু, নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকালে সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া গ্রামে এই ধর্ষণের অভিযোগ পাওয়া যায়।
শিশুটির বাবা জানায়, প্রতিদিনের মত গতকাল বিকেলেও আমার মেয়ে বাসার বাহিরে সকলের সাথে খেলা করছিল, এ সময় একই এলাকার মোঃ সোলেমানের ছেলে আলামিন (১৪) তাকে গাড়িতে বেড়ানোর প্রলোভন দেখিয়ে পাশের একটি বাড়িতে নিয়ে যায়,
এ সময় মেয়েটির ভাই বাধা দিলে তাকে গ্রাহ্য না করে আলামিন শিশুটিকে নিয়ে চলে যায়, সেখানে একটি ঘরে অপেক্ষমান ছিলেন আরেক অভিযুক্ত মো: বাবলুর ছেলে রনি (১৫)।
এ সময় শিশুটির মা তার ভাইয়ের মাধ্যমে খবর পেয়ে তৎক্ষণাৎ গিয়ে অভিযুক্তদের কোনমতে সরিয়ে তার মেয়েকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে যায়।
এ সময় ডাক্তার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে সিংড়া থানার ওসি নূর এ আলম সিদ্দিকী জানান, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ এখনও পর্যন্ত পাইনি, তবে ঘটনাটির তদন্তের জন্য একটি বিশেষ দল প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে শেরকোল ইউনিয়নের চেয়ারম্যানকে একাধিকবার ফোন করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
এলাকাবাসী জানায়, এহেন জঘন্য অপরাধে তারা ক্ষুব্ধ’, তারা অপরাধীদের যথাযথ শাস্তির দাবি জানান।
Leave a Reply