মোঃ ইমরান হুসাইন, স্টাফ রিপোর্টারঃ
কেশবপুরে ব্যাসডাঙ্গায় অবৈধভাবে ঘেরের মাটি কেটে সরকারি রাস্তা ভরাট করায় আলতাপোল গ্রামের মৃত্ আবুল কাশেমের ছেলে আসাদুজ্জামানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহঃস্পতিবার (১১মার্চ) বেলা ১১ টায় কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা এ আদালত পরিচালনা করেন। এবিষয়ে কেশবপুর ভূমি অফিসের নাজির ফারুক হোসেন জানান, ঘের ব্যবসায়ী আসাদুজ্জামান আসাদ কয়েক দিন যাবত কেশবপুর-ব্যাসডাঙ্গা সড়কের পাশে তার ঘের থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলন করে সরকারি রাস্তার উপর ফেলে ভরাট করছেন। ফলে রাস্তাটি নালায় পরিনত হয়ে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে এবং গ্রামবাসীর চলাচলের জন্য চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে । বিষয়টি তদন্ত ও সরেজমিনে গিয়ে দেখা যায় সরকারি আইন ভঙ্গ করে মাটি উত্তোলন করছেন এ জন্য বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারার বিধানে ঘের ব্যবসায়ী আসাদুজ্জামানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন। এসময়ে তার সাথে উপস্থিত ছিলেন কেশবপুর থানা উপ-পরিদর্শক আব্দুল মোমিন, ভূমি অফিসের নাজির ফারুক প্রমুখ।
Leave a Reply