রহমতউল্লাহ আশিকুর জামান নুর, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে ছেলের লাঠির আঘাতে পিতার মৃত্যুর ঘটনা ঘটেছে।
বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউপির জগদিসপুর গ্রামে। থানাপুলিশ ও গ্রামবাসী জানায় মঙ্গলবার সকাল ১০টার পরে ঐ গ্রামের নজরুল ইসলাম শফি (৫৫) পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রীকে মারপিট করে। এ ঘটনায় ছেলে সজিব (২২) ক্ষীপ্তহয়ে পিছন দিক থেকে পিতার মাথার লাঠির আঘাত করলে মাথা ফেটে যায় এবং ডান কান দিয়ে রক্তঝরে।
সঙ্গে সঙ্গে তাকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর রাতে তার মৃত্যু হয়।
থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।
বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহম্মেদ বলেন ছেলের লাঠির আঘাতে পিতা মারা যায়।
এ বিষয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে। বুধবার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলেই ছিল।
Leave a Reply