রফিকুল হাসান রনজু, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে বাংলাদেশ ছাত্রলীগ এর কেদ্রীয় কমিটির ত্রাণ ও দূর্যোগ ব্যাস্থাাপানা সম্পাদক সালেকুর রহমাম শাকিল এর পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ৪ও৭ নং ওর্য়াডের ২শত পরিবারের মাঝে এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়। ত্রণের প্রকিটি প্যাকেটে ৫ কেজি চাল,১কেজি আটা, আধা কেজি ডাল, ২ কেজি আলু,আধা কেজি লবন ও ১টি করে সাবান। বিতরণ কালে উপস্থিত ছিলেন ফজলুল হক,য়িান মাহমুদ,শাহিন আলম খান ও সুয়াইব শাহেদ প্রমূখ।
Leave a Reply