নিজস্ব প্রতিবেদকঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিরাজগঞ্জের যমুনার তীরে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনী ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা ও শিশুদের মাঝে খাবার ও উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করে বাংলাদেশ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-বিডিও ।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-বিডিও এর সভাপতি জনাব আসিফ আহমেদসহ সভাপতি, সাংবাদিক,সামাজিক কর্মীসহ বিডিও এর সকল সদস্যবৃন্দ।
বাংলাদেশ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-বিডিও এর সভাপতি আসিফ আহমেদ জানান , বাংলাদেশ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-বিডিও বাংলাদেশ ও দেশের মানুষের সেবায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, আর তারই ধারাবাহিকতায় আজকে জাতীয় শিশু দিবসে আমরা কিছু সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে একটি মনোজ্ঞ ইভেন্ট পরিচালনা করি যাতে আমাদের নতুন প্রজন্ম আমাদের দেশ ও বঙ্গবন্ধু সম্পর্কে ধারণা লাভ করে।
উক্ত আলোচনা সভার সহ সভাপতি কে.এম. মাহমুদুল হাসান উল্লাস জানান,শিশুদের নিয়ে অমার বরাবরই কাজ করতে ভালো লাগে,আর এই ভালোলাগার বিষয় থেকেই আজকের এই কর্মসূচি পালন করা।
তিনি আরো বলেন,দেশ ও দেশের মানুষের উন্নয়নের জন্য আজকের এই প্রজন্মকে সোচ্চার হতে হবে এবং সকল প্রকার নেতিবাচক কর্মকান্ড পরিহার করতে হবে। মানুষের পাশে থাকতে পেরে আমরা বাংলাদেশ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-বিডিও এর সকল সদস্যগণ অনেক অনেক আনন্দিত।
Leave a Reply