চৌধুরী নুপুর নাহার তাজ, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামায় পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি পালন করা হয়।
২২ মার্চ বিকাল ৩ টায় খানসামা উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে
পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায় নির্বাচিত পাট চাষীদের মাঝে পাট বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়।
পাট বীজ ও রাসায়নিক সার বিতরনের সময় উপস্থিত ছিলেন, ইউএনও কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বাসুদেব রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজমুল হক, উপজেলা আরডিও কর্মকর্তা আবু রাহাত সোহেল রানা, পল্লী সঞ্চয় ব্যাংক খানসামা শাখা ব্যবস্থাপক আতোয়ার হোসেন, ভাবকী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ও পাটচাষীগণ।
Leave a Reply