নাহিদ হাসান (নিবিড়),
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় প্রথমবারের মতো তিন জনের শরীরে ভাইরাস পজিটিভ শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন।
আজ বৃস্পতিবার সন্ধ্যায় ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বিষয়টি কুড়িগ্রাম প্রতিধিনকে নিশ্চিত করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলে ৩ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের নমুনা পজিটিভ শনাক্তরা হলেন, ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের খামার পত্র নবীশ গ্রামের ২ জন ও পাথরডুবী ইউনিয়নের ১ জন। তারা প্রত্যেকেই ঢাকা ফেরত। উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম জানান, ভূরুঙ্গামারীতে এই প্রথম তিন ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের নমুনা পজিটিভ এসেছে। আমরা রাতেই তাদের বাড়ি লকডাউন করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি।
Leave a Reply