চৌধুরী নুপুর নাহার তাজ, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ভটভটির ধাক্কায় আহাদ হোসেন (১২) নামের এক কিশোর নিহত হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রানীরবন্দরে গরুর হাটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আহাদ খানসামার গোয়ালডিহি ইউনিয়নের গোলাবাকালি পাড়ার পল্লী চিকিৎসক জিকরুল হকের ছেলে।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, শনিবার বিকেলে বাড়ি থেকে বাইসাইকেল করে বাবার জন্য রানীরবন্দরে ইফতার নিয়ে যাচ্ছিল আহাদ। পথে রানীরবন্দর গরুর হাটের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সে আহত হয়।
স্থানীয়তা তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ১০টায় সে মারা যায়।
পরে হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
Leave a Reply