খালেদ হাসান, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়া পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে, ডিবি ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ২ কেজী ১০০গ্রাম গাঁজা ও ০১টি মোটরসাইকেল-সহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া ডিবির একটি টিম ২৪/০৫/২০২১ তারিখ দুপুর ১১.২০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীণ বেলাইল সাকিনস্থ ঢাকা বগুড়া মহাসড়কের পূর্ব পার্শ্বে নিরালা ফিলিং স্টেশন এর সামন থেকে ২ কেজী ১০০গ্রাম গাঁজা ও ০১টি মোটরসাইকেল-সহ মোঃ রকি ইসলাম (২৬), পিতা রফিকুল ইসলাম, কাগইল পীরপাড়া, থানা-গাবতলী, জেলা বগুড়া, ও মোঃ জিহাদ আকন্দ(২০), পিতা-মোঃ জামাল আকন্দ, শহরদিঘী মধ্যে পাড়া জেলা বগুড়া থেকে তাদের কে গ্রেফতার করে।
ডিবি সূত্রে জানা যায়, দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন থেকে মাদকের চালান দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে গোপন সংবাদের ভিত্তিতে আজ এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রজু করা হয়েছে । বগুড়া ডিবি অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply