মোঃ আমানুল্লাহ আমান, স্টাফ রিপোর্টারঃ
সেবাকার্যক্রমের সক্ষমতা বৃদ্ধির জন্য থানা পুলিশকে গাড়ি উপহার দিয়েছে বগুড়ায় শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক।
(৭ জুন) সোমবার দুপুর ১২:০০ঘটিকার সময় বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা (বিপিএম-বার) মহোদয়ের হাতে আনুষ্ঠানিক ভাবে গাড়ির চাবি তুলে দেন শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক।
উপহার দেয়া এই গাড়িটি বগুড়ার শিবগঞ্জ থানার পুলিশ সদস্যদের আইনশৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহার হবে।
এসময় পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা (বিপিএম-বার) বলেন, আমরা জেলা পুলিশের পক্ষ থেকে শিবগঞ্জ পৌর মেয়রের প্রতি কৃতজ্ঞ। এই গাড়ি যুক্ত হওয়ার ফলে ওই এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার কাজ সুবিধা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, (ডিএসবি) মোতাহার হোসেন, বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ,শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া আরও ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তাকসহ শিবগঞ্জ পৌরসভার কাউন্সিলরগণ প্রমুখ।
Leave a Reply