রফিকুল হাসান রনজু, ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি :
আজ শনিবার বন্ধ থাকার আড়াই মাস পর শুরু হলো ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম । ভারতীয় পণ্যবাহী গাড়ি আসার মধ্য দিয়ে শুরু হলো পণ্য আমদানি-রপ্তানির কাজ। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে এ বছরের ২৫ মার্চ ভারতের ধুবরী জেলা লকডাউন করা হলে এ বন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। সঙ্গত কারনেই বাংলাদেশের ব্যবসায়ীরাও ওই দিন থেকে বন্দরের সকল প্রকার কার্যক্রম বন্ধ ঘোষনা করে। করোনা সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব মানার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ও স্প্রেসহ বিভিন্ন পদ্ধতি অবলম্বনের মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীরা আজ এ বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানির কাজ শুরু করেছে। সোনাহাট বন্দর ক্লিয়ারিং এন্ড ফরোয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল জানান, সম্পূর্ণ স্বাস্থ্য সুরক্ষা মেনে আমরা পণ্য আনা নেওয়ার কাজ চালু রাখব। শ্রমিকদের সুরক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সেই সাথে ভারতীয় গাড়ি চালকসহ সংশ্লিষ্ট সকলে যাতে স্বাস্থ সুরক্ষা মেনে চলেন সেদিকেও নজর রাখব। উল্লেখ্য, এ বন্দর দিয়ে পাথর ও কয়লা আমদানি করেন বাংলাদেশি ব্যবসায়ীরা। অন্যদিকে প্লাষ্টিক সামগ্রী, গার্মেন্ট ঝুট, নেট ও পামওয়েল আমদানি করেন ভারতীয় ব্যাবসায়ীরা।
Leave a Reply