নিজস্ব প্রতিবেদকঃ
কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোছা. নূরে তাসনিম। তিনি রাজারহাট উপজেলায় যোগদান করা প্রথম নারী ইউএনও।
১৬ই জুলাই বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করে বিদায়ী ইউএনও মোহাঃ যোবায়ের হোসেনের কাছ থেকে প্রশাসনিক দায়িত্ব বুঝে নেন তিনি । রাজারহাট উপজেলায় প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করায় উপজেলা পরিষদ চত্বরে ছিল উৎসবের আমেজ।
রাজারহাটে প্রেসক্লাবের আয়োজনে ইউএনও মোহা: যোবায়ের হোসেনকে বিদায়ী সংবর্ধনা ও নবাগত ইউএনও নূরে তাসনিমকে বরণসহ শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। বৃহস্পতিবার বিকালে রাজারহাট প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি এস এ বাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও মোহা: যোবায়ের হোসেন, নবাগত ইউএনও নূরে তাসনিম, উপজেলা সহকারী ভূমি কমিশনার মোছা: আকলিমা বেগম, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নুর মো: আক্তারুজ্জামান, উপদেষ্টা বাবু রামজীবন কুন্ডু, অধ্যক্ষ সফিকুল ইসলাম রানা, সদর ইউপি চেয়ারম্যান মো: এনামুল হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক সাজেদুর রহমান মন্ডল (চাঁদ) প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন-জেলা পরিষদ সদস্য মো: আব্দুস ছালাম, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সুমন কুমার রায়, প্রমূখ।
রাজারহাট উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানায়। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নূরে তাসনিমের এটি প্রথম উপজেলা। এর আগে তিনি রংপুর বিভাগীয় কার্যালয়ে সিনিয়র সহকারি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
রংপুর সদরের মেয়ে নূরে তাসনিম জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫-০৬ সালে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। এরপর ৩৩ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে কুষ্টিয়া জেলায় সহকারি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। দক্ষতা, নিষ্ঠার সাথে দায়িক্ত পালন করায় আজ রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার মোছা. নূরে তাসনিম বলেন “প্রশাসনিক কাজে সবার সহযোগিতা চাই, শিক্ষা খাত সর্বাধিক গুরুত্ব পাবে এবং কোন কাজে অনিয়ম বরদাস্ত করব না।
Leave a Reply