কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার রমনিগঞ্জ গ্রামের সানিয়াজান ব্রিজের পাশে গতকাল বিকালে তিন-চারটি কুকুরকে মাটি খুঁড়তে দেখে স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষণ পরে তীব্র স্বরে কুকুরের ডাক শুনে কয়েকজন এগিয়ে যান। সেখানে দেখতে পান, কুকুরগুলো মাটি খোঁড়ায় মানুষের হাত বেরিয়ে এসেছে।বিষয়টি থানায় জানানো হলে রাতে পুলিশ এক যুবকের মরদেহ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দারা বলেন, ওই যুবকের নাম একরামুল হক (২৯)। গত ১০ জুলাই থেকে তিনি নিখোঁজ ছিলেন।একরামুল ওই গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের ছেলে। তিনি ব্যাটারিচালিত ইজিবাইক স্ট্যান্ডের চেইন মাস্টার ছিলেন।রমনিগঞ্জের বাসিন্দা মকবুল হোসেন বলেন, কুকুরগুলোর কারণে নিহত যুবকের মরদেহ পাওয়া গেছে। পূর্ব শত্রুতার কারণে হয়তো তিনি হত্যার শিকার হয়েছেন।আজ শনিবার সকালে হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মরদেহের ময়নাতদন্তের জন্য রাতেই লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি।
Leave a Reply