নিজস্ব প্রতিবেদকঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিভিন্ন সময়ে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্ত ২৬টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৩ ঘটিকার উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলার ১০টি ইউনিয়নে বিভিন্ন সময়ে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্ত (২৬ টি পরিবার )প্রতিটি পরিবারের মাঝে দুই বান্ডেল ঢেউটিন ও নগদ ৬ হাজার করে টাকা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল , উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহিনুর আলম প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম বলেন ত্রান, দূর্যোগ ও পূনর্বাসন মন্ত্রনালয় থেকে প্রাপ্ত মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া এই উপহার আপনাদের মাঝে বিতরণ করা হলো। উপস্থিত সুবিধা ভোগীগণ মাননী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
Leave a Reply