ভুরুঙ্গামারীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রামে) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৪(ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেদৌস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম, ওসি মুনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এটিএম শাহজাহান মানিক, সাংবাদিক রবিউল আলম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা শামসুজ্জামান, একাডেমিক সুপার ভাইজার সাইফুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এস খোকন, যুগ্ন সাধারণ সম্পাদক নাহিদ হাসান সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধিজনরা।
বক্তারা বলেন ১৪ ডিসেম্বর বাঙালী জাতীর ইতিহাসের এক গৌরবময় এবং বেদনার দিন। যারা নিজের জীবন দিয়ে জাতির মুক্তি নিশ্চিত করেছেন আমরা তাঁদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। আসুন, তাঁদের আদর্শ ধারণ করি এবং নতুন প্রজন্মকে সেই গল্প জানাই, যাতে তারা ভবিষ্যতের জন্য দেশপ্রেম এবং নৈতিকতার আলোয় আলোকিত হতে পারে।
Leave a Reply