উপজেলা প্রেসক্লাবের কোষাধক্ষ্য আবু সালেহ্ আহমেদ এর ইন্তেকাল।
নিজেস্ব প্রতিবেদকঃ কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে বিশিষ্ট সমাজসেবক সাংবাদিক উপজেলা প্রেসক্লাবের কোষাধক্ষ্য হোমিও চিকিৎসক আবু সালেহ আহমেদ ১৮ ফেব্রুয়ারি ২০২৪ রোববার বিকাল ০৪ ঘটিকায় ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
সোমবার সকাল ১১ ঘটিকায় ভূরুঙ্গামারীর পূর্ব দেওয়ানের খামার জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি এক স্ত্রী, এক ছেলে এক মেয়ে ও মাকে রেখে গেছেন। তিনি প্রায় দীর্ঘ সময় হোমিও চিকিৎসক এর পাশাপাশি ২০১০ সাল থেকে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন।
উল্লেখযোগ্য তিনি সাপ্তাহিক গণকথা এবং অনলাইন রোজ টিভিতে কর্মরত ছিলেন। এছাড়া তিনি সমাজসেবা মুলক কাজে ভূরুঙ্গামারী উপজেলায় বিভিন্ন দায়িত্ব পালন করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
তার অকাল মৃত্যুতে কুড়িগ্রাম জেলাসহ সকল উপজেলার সাংবাদিক-গন শোক প্রকাশ করছেন।