কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিখোঁজের সাড়ে ৫ ঘন্টা পর হাজরা বেগম (৫৫) নামের এক নারীর লাশ ঘগোয়া নদীর ক্যানেল থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। নিহত হাজরা বেগম উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্য কাশিপুর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী।
স্বামী আব্দুর রহমান জানান ,হাজেরা বেগম দুপুর ১২ টার দিকে বাড়ীর পাশে পুকুরে হাঁসের খাবার দিতে গিয়ে নিখোঁজ হন। পরে পরিবারের লোকজন ও স্থানীয় ডুবুরিদল পুকুরে খোঁজাখুঁজির করে তাকে উদ্ধার করতে না পেরে পুলিশ ও কুড়িগ্রাম ফায়ার সার্ভিসকে খবর দেয়। কুড়িগ্রামের ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে এসে দুটি পুকুর ও বাড়ীর পাশের ঘগোয়া নদীর ক্যানেলে প্রায় ৫ ঘন্টা অভিয়ান চালিয়ে বিকাল সাড়ে ৫ টায় ঐ নারীর মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল ও ফুলবাড়ী থানার এস আই আনোয়ার হোসেন জানান মহিলা পুলিশ দিয়ে লাশ সুরতহাল করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply