রফিকুল হাসান রনজু, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কুড়িগ্রাম প্রতিদিন সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে বয়স্ক ভাতা পেলেন ১১০ বছরের তফিল উদ্দিন ।
গত ১৪ জুলাই ভূরুঙ্গামারীতে ১১০ বছর বয়সেও তফিল উদ্দিনের ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতা শিরোনামে বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি সংবাদ প্রকাশ হয়। প্রকাশিত সংবাদে বলা হয়- ১১০ বছর বয়সেও বয়স্ক ভাতা জোটেনি তফিল উদ্দিনের ভাগ্যে।
জাতীয় পরিচয় পত্র অনুযায়ী তার নাম তফিল উদ্দিন, পিতাঃ মৃত উমেদ আলী , জন্ম ২৯ নভেম্বর ১৯১১ইং। সে মতে বর্তমানে তার বয়স ১১০ বছর। কিন্তু এলাকাবাসী ও স্বজনদের দাবী পরিচয় পত্রে জন্ম সাল ভূল রয়েছে । তার প্রকৃত বয়স ১৩০ বছর। ১১০ বছর বয়সেও সরকার ঘোষিত বয়স্ক ভাতা না পাওয়ার সংবাদটি প্রকাশ হওয়ার সাথে সাথে নড়ে চড়ে বসে উপজেলা সমাজ সেবা অধিদপ্তর। অবশেষে শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের প্রতিনিধির (সমাজ কর্মী) মাধ্যমে তফিল উদ্দিনের নামে বয়স্ক ভাতার কার্ড তার নিজ বাড়ীতে গিয়ে হস্তান্তর করেন। এ সময় সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এপ্রসঙ্গে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জামাল হোসেন বলেন, ভূরুঙ্গামারীতে এত প্রবীন একজন ব্যক্তি আছেন এবং তিনি বয়স্ক ভাতা পান নাই আমার সেটা জানা ছিল না। এক জন মৃত ব্যক্তির স্থানে উপজেলার প্রবীন এই ব্যক্তির নামটি প্রতিস্থাপন করে তাঁর বয়স্ক ভাতার ব্যবস্থা করা হয়েছে।
Leave a Reply