চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দর থানা পুলিশ ৫২ পিচ ইয়াবাসহ লাবু হোসেন (২১) নামে একজন মাদক ব্যবসায়ীকে আঁটক করেছে।
শুক্রবার (২১ই মে) দিবাগত রাতে চিরিরবন্দর কারেন্টহাট এলাকা থেকে আটক করা হয়। আটককৃত লাবু হোসেন উপজেলার উত্তর ভোলানাথপুর (কারেন্টহাট বাজার) এলাকার মিঠু (কসাই) এর পুত্র।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জানান, “আঁকটকৃত মাদক ব্যবসায়ী অনেকদিন যাবৎ ব্যবসা চালিয়ে আসছেন, গোপন সংবাদে এই অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ৫২ পিচ ইয়াবাসহ তাঁকে হাতেনাতে আঁটক করা হয়”।
তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দিনাজপুর জেলা আদালতে সোপর্দ করেন চিরিরবন্দর থানা।
Leave a Reply