নিজস্ব প্রতিবেদকঃ
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নে তিলাই উচ্চ বিদ্যালয়ে করোনা পরিস্থিতির কারণে লেখাপড়া বন্ধ রয়েছে দীর্ঘ দিন থেকে। স্থানীয়রা জানান লেখাপড়া বন্ধ থাকার পরও ভবন নির্মাণ এর কাজ নিয়মিত চলছে। গত ১১-০৭-২০২০ইং তারিখে তিলাই উচ্চ বিদ্যালয়ের ছাদ ঢালাই উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন-সহ অন্যান্য শিক্ষক মন্ডলী এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিলাই ইউনিয়নের জাতীয় পার্টি ও বিএনপির নেতাকর্মিগন অথচ স্থানীয় আওয়ামীলীগকে ডাকা হয়নি। এতে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা অসন্তোষ প্রকাশ করে বলেন তিলাই-এর মাটি নৌকার ঘাটি। আওয়ামীলীগ নেতাকর্মীরা বলেন আমাদেরকে বিদ্যালয়ের ছাদ ঢালাই উদ্ভোধনের তারিখ জানানো হয়েছিল ০৯-০৭-২০২০ইং অথচ তারিখ পাল্টালেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন আমাদেরকে পরবর্তি তারিখ জানায়নি।
Leave a Reply